ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সদ্য যোগদানকারী পুলিশ সুপারের সাথে পটুয়াখালী প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময়
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২২-০৮-২৮ ০৯:১৫:৪৮
পটুয়াখালীতে সদ্য যোগদানকারী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলামের সাথে পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত নয়টায় পটুয়াখালী প্রেসক্লাবের সদর রোডস্থ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল। সভায় প্রতিক্রিয়া ব্যাক্ত করেন পটুয়াখালী প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ জালাল আহমেদ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, সাবেক সভাপতি মো: জাকির হোসেন, সাবেক সভাপতি কাজল বরন দাস, সাবেক সাধারন সম্পাদক মো: জাফর খান, সাবেক সাধারন সম্পাদক মুফতি সালাউদ্দিন, মোজাহিদুল ইসলাম নান্নু, মোঃ আনোয়ার হোসেন, মনির হোসেন বাদল, নীনা আফরীন, চিনময় কর্মকার, জাকির মাহামুদ সেলিম, বিলাস দাস, মো: কামরুজ্জামান হেলাল, মো: হুমায়ুন কবির, মো: আবদুল কাইয়ুম প্রমুখ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাজেদুল ইসলাম সজল, পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান ও গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন। বক্তারা বিভিন্ন সম্ভাবনা, সমস্যা এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করেন। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী