ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া আওয়ামীলীগের সম্মেলন ২৯ শে অক্টোবর
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-০৮-২৫ ১০:৪৩:০৮
আবারো ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ হয়েছে। আগামী ২৯ অক্টোবর সম্মেলন হবে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় এই তারিখ ঘোষণা দেন ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। এরআগে, সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা হয় জেলা আওয়ামীলীগের উদ্যােগে। জেলা আওয়ামী লীগের একজন নেতা জানান, জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ চলতি বছরের ২৯ অক্টোবর ঘোষণা করা হয়েছে। এছাড়াও নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ১৩ সেপ্টেম্বর, সরাইল উপজেলা ১৪ সেপ্টেম্বর, নবীনগর উপজেলা ১৩ অক্টোবর ও আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ১৯ অক্টোবর ঘোষণা করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে বাকী থাকা ৪ উপজেলায় সম্মেলন করতে হবে। তাদের সম্মেলনের উপর নির্ভর করছে জেলা আওয়ামী লীগের সম্মেলন। এই লক্ষ্যে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন। সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ২৯শে ডিসেম্বর। গত দু’আড়াই বছরে জেলা নির্বাহী কমিটির সভা থেকে জেলা আওয়ামী লীগের সম্মেলন করার কয়েকটি তারিখ ঘোষণা করা হয়। কিন্তু ওইসব তারিখে সম্মেলন হয়নি । চলতি বছরের ৫ই মার্চ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রথমে ২৮শে মে জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। এরপর সেটি পিছিয়ে ৩০শে জুলাই করা হয়।
 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা