ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পুলিশ সুপারের পদোন্নতিজনিত বিদায়ে পটুয়াখালী প্রেসক্লাবের সংবর্ধনা
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২২-০৮-২৫ ০৪:৪৩:৫৯
পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্-এর বরিশাল বিভাগীয় অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিজনিত বদলিতে বিদায় সংবর্ধনা প্রদান করেছে পটুযাখালী প্রেসক্লাব। বুধবার রাত সাড়ে আটটায় পটুয়াখালী প্রেসক্লাবের সদর রোডস্থ কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল। সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যাক্ত করেন পটুয়াখালী প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ জালাল আহমেদ, সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট সোহরাব হোসেন, সাবেক সাধারন সম্পাদক মুফতি সালাউদ্দিন, সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস প্রমুখ। এ সময় পুলিশ প্রশাসন ও গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন। বক্তারা পটুয়াখালীতে পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ শহীদুল্লাহ্ -এর দেড় বছরের কর্মদক্ষতা নিয়ে আলোচনার পাশাপাশি বরিশাল বিভাগীয় অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন কালে পটুয়াখালী জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় আরো সুচারু পদক্ষেপ গ্রহনের আবেদন জানান। আলোচনা শেষে সদ্য বিদায়ী পুলিশ সুপারকে ক্রেস্ট উপহার দিয়ে সম্মান জানান প্রেসক্লাবের সদস্যবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী