ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ব্যাগের ভিতর পাওয়া গেল নবজাতক শিশু
  • সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২২-০৮-২৩ ০৯:২৯:৩২
সিরাজগঞ্জের কামারখন্দে ব্যাগবন্দী অবস্থায় এক জীবন্ত নবজাতক শিশু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ আগষ্ট) সকালে উপজেলার জামতৈল ইউনিয়নের কৃষ্ণদিয়ার নামক এলাকায় থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। তাকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কামারখন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুজ আলী জানান, কৃষ্ণদিয়ার এলাকায় আসমা খাতুন নামে একজন মহিলা মাঠে হাঁস চড়াতে গিয়ে ব্যাগের মধ্যে থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশের সহায়তায় আমরা নবজাতকটিকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, শিশুটি বর্তমানে সুস্থ্য রয়েছে। সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না নবজাতক শিশুটির খোঁজ-খবর নিতে হাসপাতালে এসে ছিলেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম বলেন, শিশুটি সুস্থ আছে তবে রাতে বৃষ্টিতে ভিজেছে যার ফলে নিউমোনিয়ার সম্ভবনা রয়েছে। শিশুর তাপমার্তা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী