ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
সরকারকে প্রতিহত করতে লাঠি তৈরি করতে হবে- দুলু
  • আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট
  • ২০২২-০৮-২২ ০৬:৪৪:৪৭
বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকারের হাতে আর বেশি সময় বাকি নেই, তাই সরকারের মন্ত্রীরা পাগলের মত বক্তব্য দেন। নিজের নেতাকে তারা জাহান্নামে পাঠিয়ে দেন। দ্রব্য দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে সরকার দেশকে জাহান্নামে পরিণত করেছে। আর সরকারের মন্ত্রী বলেন আমরা নাকি বেহেস্তে আছি। তারা কি বেহেস্ত আর জাহান্নাম বুঝে? তিনি আরো বলেন, এই সরকার কে প্রতিহত করতে আমাদের লাঠি তৈরি করতে হবে। এরা মুখের কথায় মনের ভাষা বুঝবে না। আমাদের নেতা তারেক রহমান ডাক দিলে আমাদের রাজপথ দখল করতে হবে। তিনি সোমবার লালমনিরহাট সদরের বড়বাড়িতে প্রায় ১৫ হাজার নেতাকর্মী নিয়ে সদর উপজেলা বিএনপি এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব‌্য দিতে গিয়ে এসব কথা বলেন। পুলিশের গুলিতে কর্মী নিহত, দেশব্যাপী ঘন লোডশেডিং পণ্য দ্রব্যের লাগানহীন ঊর্ধ্বগতি সহ সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে লালমনিরহাটে সদর উপজেলা বিএনপি এ বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। সমাবেশে জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম‌্যান একেএম মমিনুল হকসহ জেলা বিএনপি'র অন্যান্য নেতৃবৃন্দ বক্তব‌্য রাখেন ।
 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা