ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
দুর্গাপুরের পৌর পিতা মেয়র তোফাজ্জল হোসেন আর নেই, বিভিন্ন মহলের শোক
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর
  • ২০২২-০৮-২২ ০০:৪০:৫৩
মোবারক হোসেন শিশির, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি রাজশাহীর দুর্গাপুর পৌর পিতা ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৬৫) বছর। ২১ আগষ্ট রোববার রাত ১১টার দিকে ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তোফাজ্জাল হোসেন তিনবারের পৌর মেয়র ও দীর্ঘ প্রায় ২০বছর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মেয়রের এমন মৃত্যুতে দুর্গাপুরবাসী গভীর ভাবে শোকাহত। মেয়র পুত্র দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান সরকার মিঠু জানান, বাবা দীর্ঘ দিন থেকে লিভার সিরোসিস, ডায়াবেটিকস সহ নানা রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য গত দুই সপ্তাহ আগে বাবাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে মেয়রের শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর তার করোনা ধরা পড়ে। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসাপাতাল থেকে রাজধানীর মগবাজারের হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১ টার দিকে তিনি মারা যান। মেয়র তোফাজ্জল হোসেন এক সময় দুর্গাপুর উপজেলার ৩ নং পানানগর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। সেখান থেকে তার রাজনীতিক হাতেখড়ি। এরপর তিনি ২০০৯ সালে আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে দুর্গাপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। পরপর তিনি তিনবার মেয়র নির্বাচিত হয়েছেন। সততার সাথে তিনি দীর্ঘ ১২ বছর দুর্গাপুর পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ২০০৩ সালে প্রথম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত টানা ২০ বছর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এদিকে মেয়র তোফাজ্জল হোসেনের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ দারা, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, দুর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি মোবারক হোসেন শিশির, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রসুল, দুর্গাপুর সাংবাদিক সমাজের সাধারণ সম্পাদক মিজান মাহি সহ বিভিন্ন দাপ্তরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।
সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করবে আরণ্যক ফাউন্ডেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়
ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধের দাবিতে দিনাজপুরে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদা
সর্বশেষ সংবাদ