ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যাগে জাতীয় শোক দিবস পালন
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-০৮-২০ ১০:৩৭:০৪
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যাগে আলোচনা সভা ও আবৃত্তি অনুষ্ঠান হয়েছে। শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। প্রধান আলোচক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আল মামুন সরকার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আখতার ইউসুফ সানু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো: শাহিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন। ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য,সাবেক সভাপতি মোহাম্মদ আরজু,সাবেক সাধারন সম্পাদক আ ফ ম কাউসার এমরান ও মুক্তিযোদ্ধা আখতার হোসেন সাঈদ। পরে কবিতা আবৃত্তি অনুষ্ঠান হয়। আলোচনা সভায় সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত