ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
লালমনিরহাটে পানিতে ডুবে শিশুসহ দু’জনের মৃত্যু
  • আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট
  • ২০২২-০৮-২০ ১০:৩২:৪৬
লালমনিরহাটের হাতীবান্ধায় পৃথক পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে আবিদা আক্তার (৪) নামে এক শিশু ও মনির হোসেন (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২০ আগষ্ট) দুপুরে ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম ও সিন্দুর্না ইউনিয়নের পূর্ব সিন্দুর্না এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আবিদা পশ্চিম বেজগ্রাম এলাকার একরামুল হকের মেয়ে ও মনির হোসেন পূর্ব সিন্দুর্না এলাকার মৃত মানুল্ল্যার ছেলে বলে জানা গেছে। টংভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান সেলিম হোসেন জানান, বাড়ির পাশে খেলা করছিলো আবিদা আক্তার। এ সময় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। পরে লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে আসে। হাতীবান্ধা হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সহিদুল ইসলাম তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। অপরদিকে বৃদ্ধ মনির হোসেনের পুত্র ফারুক হোসেন জানান, তার বাবা মনির হোসেন মৃগী রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার দুপুরের খাবার শেষে হাটে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজা খুঁজির পর অবশেষে শনিবার সকালে বাড়ির পাশে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। লাশ উদ্ধার করে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত