ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকবে
  • রাজশাহী প্রতিনিধি:
  • ২০২২-০৮-১৮ ০৮:২৪:০৪
২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে দেশের ৬৩ জেলায় প্রায় ৫০০ বোমা ফাটিয়ে প্রচলিত শাসন ও বিচারপদ্ধতি বাতিল করার দাবি জানিয়েছিলো নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি।সেদিনের সেই ভয়ঙ্কর হামলার প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী জেলা আওয়ামী লীগ।বুধবার (১৭)আগস্ট জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিকেল ৫ টায় নগরীর অলোকার মোড়ে স্থায়ী কার্যালয় থেকে মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার-এঁর অসুস্থতাজনিত কারনে তাঁর অনুমতিক্রমে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা। উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সাবেক এমপি বেগম আখতার জাহান।জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আমানুল হাসান দুদু।জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিমন্ডলীঃ-মোঃ আমানুল হাসান দুদু,এ্যাড. ইব্রাহিম হোসেন,অধ্যক্ষ(অবঃ)মোঃ আমজাদ হোসেন নবাব এবং আলহাজ্ব মোঃ জাকিরুল ইসলাম সান্টু।সম্পাদক মন্ডলীঃ-সাংগঠনিক সম্পাদক মন্ডলী-এ.কে.এম. আসাদুজ্জামান আসাদ,এ্যাড. মোঃ আব্দুস সামাদ মোল্লা এবং মোঃ আলফোর রহমান,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাস রানা,দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা উপাধ্যক্ষ মোঃ শহিদুল করিম শিবলী,শ্রম বিষয়ক বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান,উপ-প্রচার সম্পাদক মোঃ মাসুদ রানা,উপ-দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মান্নান।সদস্যমন্ডলীঃ-মোঃ সাইফুল ইসলাম বাদশা,মোঃ নকিবুল ইসলাম নবাব,অধ্যক্ষ মোঃ গোলাম ফারুক,আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক,সাবেক দপ্তর সম্পাদক মোঃ ফারুক হোসেন ডাবলু, মোঃ রবিউল ইসলাম এবং প্রভাষক রোখসানা মেহবুব চপলা।চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন,জেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ আব্দুল্লাহ খান,জেলা যুবলীগ সভাপতি মোঃ আবু সালেহ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আলী আজম সেন্টু, জেলা কৃষকলীগ আহবায়ক অধ্যক্ষ মোঃ তাজবুল ইসলাম এবং সদস্য সচিব বিমল সরকার,জেলা যুব মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা নার্গিস শেলী এবং সাধারণ সম্পাদক বিপাশা খাতুন,জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক এম. মিজানুর রহমান রানা, জেলা তাঁতীলীগ সভাপতি মোঃ মাজদার রহমান মকুল এবং সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম,জেলা মৎস্যজীবী লীগ আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ,জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সাকিবুল ইসলাম রানা এবং সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন অমি প্রমুখ। সমাবেশে জেলা ও নগর আওয়ামীলীগের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। নেতারা বলেন,বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে বিএনপি জামাত জোট যে ষড়যন্ত্র করেছিলো,তারা তাতে সফল হতে পারেনি।দেশের মানুষকে সাথে নিয়ে ভবিষ্যতেও তাদের সব ধরণের হামলা ষড়যন্ত্র প্রতিহত করা হবে।নেতারা বলেন,এ দেশে জঙ্গীবাদের কোন স্থান নেই।দেশবিরোধী অপশক্তি ও তার দোসদের বিরুদ্ধে আওয়ামীলীগ নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকবে।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ