ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
উত্তরণ পাবনার যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
  • পাবনা প্রতিনিধিঃ
  • ২০২২-০৮-১৫ ১৩:০৩:৪৩
দেশের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন উত্তরণ পাবনা যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। ১৫ আগস্ট সকাল সাড়ে ৯ টায় সাংস্কৃতিক চত্বর পাবনা থেকে শোকর্যালী সহ পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে। শ্রদ্ধাঞ্জলি প্রদানে উপস্থিত ছিলেন উত্তরণ পাবনার উপদেষ্টা পাবনা সিরাজগঞ্জ এর মহিলা সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, অধ্যক্ষ কবি এনামুল হক টগর, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি গীতিকার ও আবৃত্তিকার আলমগীর কবীর হৃদয়, সাধারণ সম্পাদক কবি মঞ্জুরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক রুদ্র বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক শ্রাবন্তী মায়া, সাহিত্য সম্পাদক সুমনা জোয়ার্দার, সহ সাহিত্য সম্পাদক শ্রী জীবন কুমার সরকার, সদস্য কবি ও আবৃত্তিকার আসাদ বাবু, অশ্রু সাগর আনোয়ার, আহাদুজ্জামান শাকিল প্রমূখ। বিকেল সাড়ে চারটায় শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কবি কণ্ঠে শোকের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ