ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
শোক দিবসে আরইউজে'র আলোচনা ও দোয়া মাহফিল
  • দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
  • ২০২২-০৮-১৫ ১৩:০২:৪২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। আজ সোমবার (১৫ আগস্ট) সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্টে নিহত সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালণ করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের বাংলাদেশ গড়তে চাইলে অবশ্যই বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে ভেদাভেদ ভুলে দূর্নীতির বিরুদ্ধে এক হয় কাজ করতে হবে। তারা আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আমরা লাল সবুজের পতাকা পেতাম না। যেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন দেশ পেলাম স্বাধীনতার মাত্র সাড়ে তিনবছরের মধ্যেই স্বপরিবার তাকে হত্যা করা হলো। বাংলাদেশকে নিয়ে সবসময় ষড়যন্ত্র চলছে। এখনো ষড়যন্ত্র হচ্ছে। সাংবাদিকদের দেশ ও নিপিড়ীত মানুষের জন্য কাজ করতে হবে আলোচনা সভা শেষে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজীমুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্মমহাসচিব রাশেদ রিপন ও কার্যনির্বাহী সদস্য বদরুল হাসান লিটন। উপস্থিত ছিলেন আরইউজের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, কার্যনির্বাহী সদস্য আনিসুজ্জামান প্রমুখ।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী