ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
মাধবদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস
  • মুহাম্মদ মুছা মিয়া, (মাধবদী) নরসিংদী
  • ২০২২-০৮-১৫ ০৭:৪৯:৪৮
নরসিংদীর মাধবদীতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস। সকাল থেকে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর ভাষন প্রচার, আলোচনা সভা, গণভোজ, কোরআন খতম ও দোয়া পরিচালনার মাধ্যমে দিবসটি পালন করা হয়। নরসিংদীর মাধবদীতে মাধবদী শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস। সকাল ৯টায় মাধবদী পৌরসভায় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর ভাষন প্রচার, আলোচনা সভা, গণভোজ, কোরআন খতম ও দোয়া পরিচালনার মাধ্যমে দিবসটি পালন করা হয়। মাধবদী এসপি ইনস্টিটিউট মাঠে দুপুর ১টায় আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য লে. কর্ণেল(অবঃ) মোঃ নজরুল ইসলাম হিরু বীর প্রতিক। সভাপতিত্ব করেন মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ও অনুষ্ঠানের সার্বিক ব্যপস্থাপনায় ছিলেন মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল আজাদ, মাধবদী শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাকির হোসেন,শিলমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাকির হোসেন, নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাদেমুল ইসলাম ফয়সাল, নরসিংদী সদর থানা যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারন সম্পাদক এসএম সেলিম সিকু, মাধবদী শহর যুবলীগের সভাপতি সাইদুর রহমান পাশা প্রমূখ। এছাড়া মাধবদী পৌরসভা, মাধবদী প্রেসক্লাব, মাধবদী থানা, নুরালাপুর ইউনিয়ন পরিষদ, পৌলানপুর ইসলামিয়া ফাযিল মাদরাসা, ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়, মাধবদী মহাবিদ্যালয়, মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ, নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, নওপাড়া প্রাথমিক বিদ্যালয়, ইসলামাবাদ দারুস সুন্নাহ দাখিল মাদরাসা, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করেন।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত