ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
জাতীয় শোক দিবস উপলক্ষে কাপাসিয়ায় ১১ ইউনিয়নে গরু বিতরণ
  • হাসিব খান, গাজীপুর
  • ২০২২-০৮-১৪ ১৩:২৩:১৬
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী স্মরণে রোববার(১৪ আগস্ট) গাজীপুরের কাপাসিয়ায় ১৫টি গরু বিতরণ করা হয়েছে। মরিয়ম ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার আড়াল দক্ষিণগাঁও মরিয়ম ভিলেজে প্রস্তাবিত শেখ রাসেল স্টেডিয়াম মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শোক দিবসে ১৫ আগস্ট উপজেলার ১১টি ইউনিয়নের সাড়ে তিন হাজার পরিবারের মাঝে গরুগুলো জবাই করে মাংস বিতরণ করা হবে। কৃষকলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে ও কাপাসিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হাফিজুল হক চৌধুরী আইয়ুবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য শিল্পপতি আলম আহমেদ। অন্যদের মাঝে বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নজিব আহমেদ, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকার, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আইনউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াজউদ্দিন মোল্লা, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহ জানি আলম কনক, উপজেলা কৃষকলীগের সাবেক সহ সভাপতি মজিবুর রহমান চৌধুরী আঙ্গুর প্রমুখ। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্টে ঘাতকদের হাতে শহীদ জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শেষে ১১টি ইউনয়নের নেতাকর্মিদের হাতে ১৫টি গরু বিতণের দায়িত্ব তুলে দেওয়া হয়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী