ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় রূপগঞ্জের ভাইস চেয়ারম্যান নীলাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রত্যাহার দাব
  • সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
  • ২০২২-০৮-১১ ১৩:০৪:১৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলাকে জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদকসহ দলীয় সকল পদ থেকে দেয়া অব্যাহতি প্রত্যাহারের দাবি করা হয়। গতকাল বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে জেলার আড়াইহাজার উপজেলায় জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় সাংগঠনিক আলোচনায় নীলাকে অব্যাহতি প্রত্যাহারের বিষয়টি জেলা আওয়ামীলীগের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া সভায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন গুলো জেলাজুড়ে অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি নেয়া হয়। ওই সভায় উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল, আড়াইহাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নজরুল ইসলাম বাবুসহ আরো অনেকে । আড়াইহাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নজরুল ইসলাম বাবু বলেন, জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলাকে জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদকসহ দলীয় সকল পদ থেকে দেয়া অব্যাহতি প্রত্যাহারের বিষয়টি জেলা আওয়ামীলীগের সর্বসম্মতিক্রমে গৃহীত হয় । এছাড়া রেজুলেশন অনুযায়ী প্রত্যাহারের চিঠি কেন্দ্রে পাঠানো হবে। সভায় পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেন, এমন কোন লোক নেই যার বিরুদ্ধে অভিযোগ উঠেনি। এর জন্য যদি আমাদের বহিষ্কার করা হয় বা অব্যাহতি দেয়া হয় তাহলেতো আওয়ামীলীগ থাকবেনা। নীলা আমাদের তিন বারের ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেত্রী। অভিযোগ থাকতেই পারে, সেই অভিযোগ প্রমানিত হতে হবে। এছাড়া আওয়ামীলীগ একটি বড় দল এবং কোন্দল থাকতেই পারে। একে অপরকে যদি হিংসে করি তাহলে চলবেনা। আজ বিএনপি মাঠে নেমেছে। তারা বিভিন্ন দিক থেকে আমাদের হেয় করার চেষ্টা করে যাচ্ছে। আওয়ামীলীগকে কি ভাবে ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতায় আনবো আমাদের সেই চিন্তা করতে হবে। আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবেন সেই চিন্তা আমাদের মাথায় থাকতে হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ আগস্ট) সংগঠন বিরোধী কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকার দায়ে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সাধারন সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নীলাকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।
 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা