ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
অসুস্থ নেতার খোঁজ নিলেন দারা
  • রাজশাহী প্রতিনিধি:
  • ২০২২-০৮-১১ ১৩:০১:০৮
রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন অসুস্থ। গত কয়েকদিন থেকে তিনি উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকায় বঙ্গবন্ধু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার বিকেল তিনটায় হাসপাতালে গিয়ে অসুস্থ নেতার খোঁজ নিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সাংসদ সদস্য জননেতা আব্দুল ওয়াদুদ দারা। এ সময় তিনি চিকিৎসকদের সাথে কথা বলেন ও তার খোঁজখবর নেন। সেই সাথে অসুস্থ নেতার সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বদিউজ্জামান বৌদি। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী