বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে
- হাজী জাহিদ, নরসিংদী
-
২০২২-০৮-০৯ ১২:০৩:০৮
- Print
নরসিংদীর মাধবদী উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে মাধবদী থানার পাইকারচর ইউনিয়নে উত্তর চর ভাসানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবদুস ছালাম (৬৫) চরভাসানিয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, চরভাসানিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজুল ইসলাম ও শব্দর আলী গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। পরে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সিরাজুল ইসলামের চাচাতো ভাই আবদুস ছালাম ব্যবসায়িক কাজে গোপালদী যাওয়ার পথে হারুন মেম্বার ও তার ছেলে মোবারকের নেতৃত্বে একটি দল হামলা চালায়। এ সময় স্থানীয়রা আবদুস ছালামকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল রাখা হয়েছে। এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে। তবে এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।