নরসিংদী ডিবি পুলিশ কতৃক গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেফতার ৫
- হাজী জাহিদ, নরসিংদী
-
২০২২-০৮-০৯ ০৭:৫৫:২৮
- Print
নরসিংদী মডেল থানাধীন দড়ীপাড়া লালের বাড়ীর মোড় পাঁকা রাস্তার উপর থেকে ০৩ (তিন) কেজি গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে ৮ আগস্ট ২০২২খ্রিঃ তারিখ গ্রেফতার করেছেন ডিবি পুলিশ, নরসিংদী।
গ্রেফতারকৃতরা হলেন ১. সানি মিয়া(২৪), পিতা-মোঃ বাছেদ মিয়া ,স্থায়ী: গ্রাম- চর হাজীপুর, উপজেলা/থানা- নরসিংদী সদর, জেলা -নরসিংদী, ২. মোঃ রাসেল ভূইয়া(৩২), পিতা-মৃত আলিম উদ্দিন ,স্থায়ী: গ্রাম- চর হাজীপুর, উপজেলা/থানা- নরসিংদী সদর, জেলা -নরসিংদী, ৩. মোঃ সুজন মিয়া(২২), পিতা-মোঃ আনোয়ার হোসেন ,স্থায়ী: গ্রাম- চর হাজীপুর, উপজেলা/থানা- নরসিংদী সদর, জেলা -নরসিংদী।
এছাড়া মাধবদী থানাধীন চৌদ্দপাইকা সাকিনস্থ জনৈক কবিরের পুকুরের দক্ষিন পাশে পাঁকা রাস্তার উপর থেকে ০৪ (চার) বোতল ফেন্সিডিলসহ ২জনকে ৮ আগস্ট ২০২২খ্রিঃ তারিখ গ্রেফতার করে ডিবি পুলিশ নরসিংদী।
গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ শরীফ মিয়া(৩২), পিতা-আবুল হাশেম , ঠিকানা: স্থায়ী: গ্রাম- ছোট মাধবদী থানা- মাধবদী, জেলা -নরসিংদী, ২। মোঃ রুবেল মিয়া(২৫), পিতা-শহীদুল ইসলাম , ঠিকানা: স্থায়ী: গ্রাম- হাইরমারা, উপজেলা/থানা- রায়পুরা, জেলা -নরসিংদী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।