ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
গাইবান্ধায় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৭-১০ ০২:২৬:০১

গাইবান্ধার ফুলছড়িতে বাজার করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে শফিকুল ইসলাম শেখ ও তার ছেলে রাকিব হোসেনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাদেকখার বাজারের কাছে এ ঘটনা ঘটে। তাদের বাড়ি উড়িয়া ইউনিয়নের কাবিলপুর গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাতাব উদ্দিন সরকার জানান, সন্ধ্যার দিকে শফিকুল ইসলাম তার চার বছরের ছেলে রাকিবকে নিয়ে পার্শ্ববর্তী সাদেকখার বাজারে যায়। রাত ৮টার দিকে বাজার করে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশকে জানানো হয়েছে।

এদিকে বাবা-ছেলের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা