ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
গাজীপুরে নাগরিক ফোরামের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • হাসিব খান, গাজীপুর
  • ২০২২-০৮-০৬ ১৩:৪২:৪২
সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে গাজীপুর নাগরিক ফোরাম। শুক্রবার বিকেল ৩টা থেকে ৬ টা পর্যন্ত শহরের উত্তর ছায়াবীথি ( ভাওয়াল রাজ শ্মশান মোড় ) চন্দ্রালোক মধুরিমা ভবনে এ সেবা দেওয়া হয়। গাজীপুর নাগরিক ফোরামের আহবায়ক অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ড . রুহুল ফুরকান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান খান। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন সিলেট বিভাগিয় পুলিশ হাসপাতালের সাবেক সুপারিন্টেডেন্ট ডাঃ মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সমন্বয় করেন গাজীপুর নাগরিক ফোরামের আহবায়ক এ এন এম মুনীর হোসাইন মোল্লা।ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৪শ সুবিধাবঞ্চিত মানুষকে সেবা দেওয়া হয়।
ডেঙ্গুতে আক্রান্ত ৬৭ জন হাসপাতালে
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮২
বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষায় যা করা উচিত