ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • মিঠুন দাশ, বান্দরবান
  • ২০২২-০৮-০৬ ০৯:২৭:৪১
বান্দরবান সেনা রিজিয়নের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ আগষ্ট) সকালে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে সদর উপজেলার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭শ ৫০জন শিক্ষার্থী এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: জিয়াউল হক। এসময় জোন কমান্ডার, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং সেনাবাহিনীর বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তারা উপস্থি ছিলেন। শেষে চিত্রাঙ্কন প্রতিযাগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে ২৫জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: জিয়াউল হক। আগামীতও এই ধরণের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী