ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রাঙ্গামাটিতে বিষাক্ত সাপের কামড়ে যুবকের মৃত্যু
  • পলাশ চাকমা, রাঙামাটি
  • ২০২২-০৮-০৬ ০৯:২০:২৭
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাইবাছড়া গ্রামের বিষাক্ত সাপের কামড়ে সুখেন চাকামা মৃত্যু হয়েছে। শনিবার (৬ আগস্ট) মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সুখেন চাকমা ওই এলাকার তত্ত চাকমার একমাত্র ছেলে বলে জানা যায়। স্থানীয় সূত্রে আরোও জানা যায় গত ৪ আগস্ট রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাহিরে গেলে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের লোক জন কবিরাজের মাধ্যমে সুখেন চাকমাকে নিজ বাড়িতে দুই দিন কবিরাজ (ওজা) দ্বারা ঝাড়-ফোক মাধ্যমে চিকিৎসা করেও কোন সুফল হয়নি। অবশেষে শনিবার মধ্যরাত ২টার সময়ে তার মৃত্যু হয় বলে স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়। স্থায়ীয় গ্রাম প্রধান বিশ্বমুনি চাকমা বলেন, সুখেন চাকমা কে কবিরাজের চিকিৎসা না করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে এই ধরনের ঘটনা ঘটতো না। সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেছেন, বিষয়টি খুবই দুঃখ জনক, সচেতনতার অভাবে ছেলেটা মারা গেছেন। এদিকে, পরিবারের এক মাত্র সন্তান সুখেন চাকমার মৃত্যুতে তার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, এ ধরনের সংবাদ খুবই বেদনাদায়ক। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে এবিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী