ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
দিনাজপুরে শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-০৮-০৫ ০৪:২৪:১৭
দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করেছেন। আজ শুক্রবার ৫ আগস্ট সকাল সাড়ে নয়টার দিকে দিনাজপুর জেলা প্রশাসক চত্বরের অস্থায়ী মঞ্চ তৈরি করে পুষ্প স্তবক অর্পণ করা হয়। দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ইকবাল রহিম বঙ্গবন্ধু শ্রেষ্ঠ পুত্র শেখ কামাল জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি ও পুলিশ সুপার আনোয়ার হোসেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরেই মুক্তিযোদ্ধা সংসদ সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে স্থায়ী মঞ্চের শেখ কামালের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এই অস্থায়ী মঞ্চের শেখ কামালের স্মৃতি প্রতিকৃতিতে পুষ্পস্তবক হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের কর্মজীবনের আলোচনা সভা, স্মৃতিচারণ ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর আসনের সাংসদ সদস্য ও জাতীয় সংসদের ইকবালুর রহিম।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত