ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ছাত্রদল নেতা নুরে আলমের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার সকাল - সন্ধা হরতাল
  • মোঃ জহিরুল হক, ভোলা
  • ২০২২-০৮-০৩ ০৮:৫২:৩৫
ভোলায় পুলিশের সাথে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষে আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার (৪ আগস্ট) জেলায় সকাল - সন্ধা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। বুধবার (৩ আগস্ট) বিকালে দলটি এ কর্মসূচির ডাক দেয়। এর পূর্বে জেলা সদরে নুরে আলম ও রহিমের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল যুবদল সহ বিএনপির নেতা কর্মীরা।মামলায় গ্রেফতার আতঙ্ক নিয়েই শতশত বিএনপি নেতা কর্মীরা বিক্ষোভ মিছিলে যোগ দেন।তারা নুরে আলমের হত্যাকারীর বিচার দাবী করে বিক্ষোভ মিছিল করে। সারাদেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩১ জুলাই) ভোলায় আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দেওয়ায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ এবং বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন, যার মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম নিহত হন। একইদিন আহত হয়ে ঢাকা কমপ্যাথ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম। বুধবার বিকেল ৩টার দিকে তিনি মারা যান। এ নিয়ে এ সংঘর্ষের ঘটনায় দুজনের মৃত্যু হলো। এ ঘটনায় ভোলায় শোকের ছায়া নেমে পরে।এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।
সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
বিএনপির সংস্কার প্রস্তাবে যা যা থাকছে