ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ভোলায় হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিএনপি'র বিক্ষোভ
  • রাঙ্গামাটি প্রতিনিধি
  • ২০২২-০৮-০২ ০৯:৩৬:৫৩
সারাদেশে লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলার প্রতিবাদ মিছিলে পুলিশের পরিকল্পিত গুলিবর্ষণে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাঙ্গামাটি জেলা বিএনপি। মঙ্গলবার (২ আগস্ট) সকালে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, প্রমুখ। সমাবেশে বক্তরা বলেন, পুলিশ দিয়ে হামলা করে, মামলা দিয়ে, গুম করে আমাদেরকে কাঙ্খিত লক্ষ্য থেকে দূরে সরানো যাবে না। অচিরেই বাংলাদেশে নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সকল অনাচারের বিচার এই দেশেই হবে এবং ন্যায় প্রতিষ্ঠা হবে। বিদ্যুতের দাবিতে সারাদেশে বিক্ষোভ হচ্ছে, এটা জনগণের দাবী। বিএনপি জনগণের পক্ষে আন্দোলন ঘোষণা করেছিলো বিদ্যুতের দাবীতে, কিন্তু এই জালিম সরকার তা সয্য করতে পারেনি। তারা ভোলায় আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছে। একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের নির্দেশে পুলিশ এ ধরনের বর্বরোচিত হামলা চালিয়েছে। আমরা আবদুর রহিমের রক্ত বৃথা যেতে দিতে পারি না। আবদুর রহিমের আত্মত্যাগকে ধারণ করেই এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম সামনের দিকে এগিয়ে যাবে। নির্দলীয় নিরেপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্ততরের মাধ্যমে সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। আব্দুর রহিমের হত্যাকারী দায়ী ব্যক্তিদের শাস্তির দাবী জানান বক্তারা। উল্লেখ্য, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার দাবিতে বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশে গত রবিবার (৩১ জুলাই) ভোলা সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশের গুলিতে আব্দুর রহিম (৪০) নামে সেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী