ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় পেট্রোল পাম্পে ট্রাকের তান্ডব
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-০৭-৩০ ১০:৫৬:১৫
বেপড়োয়া গতির কাভার্ড ভ্যান ঢুকে পড়েছে পেট্রোল পাম্পে। শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে খাটিহাতা এলাকায় ফাহাদ ফিলিং ষ্টেশনে এ ঘটনা ঘটে। এতে পাম্পটির ২টি ফুয়েল ডিসপেনসার ধুমড়ে-মুচড়ে গেছে। এসময় একটি ডাব গাছও ধুলিসাৎ হয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই পাম্পের ম্যানেজার তোফাজ্জল হোসেন চৌধুরী। এ ঘটনার পর পাম্পটির ডিজেল বিক্রিয় বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ৭টার দিকে বেপড়োয়া গতির কাভার্ড ভ্যানটি সোজাসোজি পাম্পের ভেতর ডুকে সামনের দিকে থাকা ডিজেল অয়েল ডিসপেনসার ও গাছের ওপর হামলে পড়ে। গাড়িটি ব্রাহ্মণবাড়িয়া থেকে আশুগঞ্জ যাচ্ছিল। ঘটনার পর গাড়ির চালক ও গাড়িটি আটক করে পাম্পের লোকজন। পরে গাড়ি ও চালকককে হাইওয়ে থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। আটক চালক আল আমিন জিজ্ঞাসাবাদে জানায়,সে চালকের সহকারী । চালক নন্দনপুর এলাকায় নেমে যাওয়ার পর সে গাড়িটি নিয়ে আশুগঞ্জের পথে রওনা হয়। চোখে ঘুম নিয়েই সে গাড়ি চালাচ্ছিল। পাম্পের আগে আরেকটি বাসকে পাশ কাটিয়ে রাস্তার অপর পাশে এসে পাম্পের ভেতর ঢুকে পড়ে। চালকের সহকারী আল আমিনের বাড়ি সদর উপজেলার মাছিহাতার ভাদেশ্বরা গ্রামে। গাড়ির মালিক আশুগঞ্জের লোকমান মিয়া। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দেয়া হয়েছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী