ফেসবুকে কমিটি নয়, মাঠে গিয়ে সম্মেলন করেন-মোতাহার হোসেন এম পি
- আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট
-
২০২২-০৭-৩০ ০৯:৫০:০৯
- Print
লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন এম পি বলেছেন, বিএনপি জামাত শাসনামলে লালমনিরহাট পৌর কমিটিতে মাত্র ১১ জন সদস্য নিয়ে কমিটি করেছিলাম। একবার নয়, ছয়বারের বেশী সময় কমিটির সভা ডেকে বারবার ওই ১১ জনকেই পেয়েছি। আজ আওয়ামী লীগে হাজার হাজার নেতা কর্মী হয়েছে। আমি নেতা কর্মীদের প্রতি অনুরোধ করছি আপনার ফেসবুকে কমিটি না করে ওয়ার্ড, ইউনিয়ন,ও উপজেলা পর্যায়ে কমিটি করে দ্রুত জমা দিবেন। আগামী সেপ্টেম্বর মাসে সম্পূর্ণ কমিটি গঠন করতে হবে।
লালমনিরহাট পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শনিবার দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে (পুরাতন) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আবারও মোফাজ্জল হোসেন সভাপতি ও কাজী নজরুল ইসলাম তপন সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন।
পৌর আ.লীগের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান।
সম্মেলনের দ্বিতীয় ধাপে নেতা-কর্মীদের সমর্থনে মোফাজ্জল হোসেনকে সভাপতি ও কাজী নজরুল ইসলাম তপনকে সাধারণ সম্পাদক হিসাবে নাম ঘোষণা করেন মোতাহার হোসেন এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সিরাজুল হক, নজরুল হক পাটোয়ারী ভোলা, অ্যাড. মোঃ নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ আশরাফ হোসেন বাদল, মোঃ গোলাম মোস্তফা স্বপন, মোঃ সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর শাখার সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন।