ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরে বিদ্যুৎ স্পষ্টে কৃষকের মৃত্যু
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-০৭-৩০ ০৫:০৫:৩৯
দিনাজপুর সদরের মুরাদপুরে বিদ্যুৎ স্পর্শে মোখলেছার রহমান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে গোয়াল ঘরে গরু উঠানোর সময় বিদ্যুৎ স্পর্শের ঘটনা ঘটে। নিহত মুখলেসুর রহমান দিনাজপুর সদরের আউলিয়া পুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মিরাপাড়ার আব্দুস সামাদের ছেলে। আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিদ্যুৎ স্পর্শের কৃষক মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, মুখলেসার রহমান প্রতিদিনের ন্যায় সন্ধ্যার সময় গোয়াল ঘরে গরু উঠানোর সময় বিদ্যুতের সুইচ অন করার সময় বিদ্যুৎ স্পর্শে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে যায়। পরবর্তীতে বাড়ির অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে দিনাজপুরে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম মাওলা শাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পুলিশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে এবং পরিবারের অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় অপমৃত্যুর মামলা দায়ের করার হবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী