ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নরসিংদীর পলাশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২২-০৭-২৭ ১১:৪৫:৫৪
পলাশ উপজেলায় নানা আয়োজনে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বর্নাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। ৬টায় উপজেলা আ.লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে ও বি এম আওলাদ হোসেন সাধারণ সম্পাদকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পলাশ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলিপ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ জাবেদ হোসেন চেয়ারম্যান পলাশ উপজেলা পরিষদ সভাপতি পলাশ উপজেলা আওয়ামী যুবলীগ, মেয়র ঘোড়াশাল পৌরসভা আল মুজাহিদ হোসেন তুষার সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগ, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিশেষ অতিথি ছিলেন ঘোড়াশাল পৌর আ.লীগের সভাপতি আলহাজ্ব শরীফুল হক , পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এস এম শফি, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মিধা, কারিউল্লা সরকার ভাইস-চেয়ারম্যান পলাশ উপজেলা। সেলিনা আক্তার মহিলা ভাইস-চেয়ারম্যান পলাশ উপজেলা, মোফাজ্জল হোসেন রতন চেয়ারম্যান চরসিন্দুর ইউনিয়ন পরিষদ, রনি প্রধান সভাপতি পলাশ উপজেলা ছাত্রলীগ। আমিনুল ইসলাম ভূঁইয়া সভাপতি পলাশ উপজেলা শ্রমিক লীগ, আমিনুল হক ভূইয়া আহ্বায়ক পলাশ উপজেলা কৃষক লীগসহ আওয়ামীলীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্যে বলেন নেতা না হয়ে আগে শ্রোতা হতে হবে এবং সেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা মানুষের সেবায় নিবেদিত থাকতে হবে যাতে স্বেচ্ছাসেবক লীগ দেখে মানুষের শ্রদ্ধাবোধভারে। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালিত হয়।
সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
বিএনপির সংস্কার প্রস্তাবে যা যা থাকছে