পৌরসভার আয়োজনে পাবনা পুলিশ সুপার কে বিদায় সংবর্ধনা
- পাবনা প্রতিনিধিঃ
-
২০২২-০৭-২৭ ১০:৩৫:৫৪
- Print
পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম (অতিরিক্ত ডি আই জি পদোন্নতি প্রাপ্ত) এর বদলী জনিত কারনে পাবনা পৌরবাসীর পক্ষ থেকে পৌরসভার আয়োজনে। পাবনা পৌর মেয়র মোঃ শরিফ উদ্দীন প্রধান এর সভাপতিত্বে গত ২৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে পৌরসভা চত্বরে বিদায়ী সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে কোরআন তেলোয়াত ও গীতা পাঠ এর পর বিদায়ী অতিথির জন্য মানপত্র পাঠ করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক। উক্ত আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, মিসেস পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন,প্রবীণ রাজনীতিবিদ ইদ্রিস আলী বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, জেলা প্রশাসক সার্বিক আফরোজা আকতার, গণতন্ত্রী পার্টির সভাপতি সুলতান আহমদ বুড়ো, পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শাজাহান মামুন, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক গোলাম হাসনাইন বেবী, পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি তৌফিক ইমাম খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, ওয়ার্কাস পাটির সভাপতি কমরেড জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন, এ্যাডভোকেট বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড আব্দুল আহাদ বাবু,পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আখিনূর ইসলাম রেমন, ফিনান্সিয়াল পোস্ট পাবনা প্রতিনিধি আলমগীর কবীর হৃদয় এ ছাড়াও গণমাধ্যমের প্রিন্ট মিডিয়া ও ইলেক্টিক মিডিয়ার বিভিন্ন কর্মী উপস্থিত ছিলেন।