ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
সিরাজগঞ্জে শপথ নিলেন নির্বাচিত ২ ইউপি চেয়ারম্যান
  • সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২২-০৭-২৬ ০২:০৮:১৭
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন পরিষদ ও শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ২ জন ইউপি চেয়ারম্যানগন শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৬ জুলাই) সাড়ে ১০ টায় শহীদ এ. কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। শপথ নেয়ার পরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ বলেন, তৃণমূল পর্যায়ে মানুষের সেবা পৌছাইয়া দিতে ইউনিয়ন পরিষদের ভূমিকা অপরিসীম। আধুনিক ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জনসেবা পৌঁছে দিতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। জন্মনিবন্ধন থেকে শুরু করে ভূমি খাজনা খারিজের কাজের আনুষঙ্গিক কাজ সহ মাদক প্রতিরোধ, গ্রাম আদালত পরিচালনায় জন প্রতিনিধি চেয়ারম্যান ও ইউপি মেম্বারদের ন্যায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানান। শপথ বাক্য পাঠ করেন, শাহজাদপুর উপজেলার ১১ নং সোনাতনী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান ও উল্লাপাড়া উপজেলার ১০ নং বড়হর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম। অনুষ্ঠান টি সঞ্চালনায় করেন জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার মোঃ মাসুম বিল্লাহ। এসময় শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম, উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন,প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের প্রতিনিধি মোছাঃ নুরজাহান খাতুন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ যুবক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে পিক-আপ ভ্যানের ধাক্কায়  চার্জার ভ্যানের এক যাত্রি নিহত: আহত ৩
সিরাজগঞ্জ ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা
সর্বশেষ সংবাদ