ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
আইসিইউ প্রতিষ্ঠায় সাহায্যের আবেদন জানালো গণস্বাস্থ্য কেন্দ্র
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৭-০৮ ০৭:৫৩:০০

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ১৫ শয্যা বিশিষ্ট নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেইজের এক পোস্টে এই আবেদন জানানো হয়। সেখানে বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের নম্বর দিয়ে সাহায্য চাওয়া হয়। সেইসাথে গণস্বাস্থ্য কেন্দ্রে দানকৃত সকল অর্থ আয়করমুক্ত তা উল্লেখ করা হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ব্যয়বহুল আইসিইউ’ সেবা আসলে অপব্যবহার। আইসিইউর দরকার আছে। আমরা এই হাসপাতালে একটা করোনা ওয়ার্ড করতে যাচ্ছি যেটা জেনারেল বেড উইথ আইসিইউ ফ্যাসিলিটিজ। আলাদা আইসিইউ নিতে হবে না।’

তিনি আরও জানান, এই ওয়ার্ডে একজন কডিভ-১৯ আক্রান্তের ৫০০ থেকে ১ হাজার টাকা দৈনিক খরচ হবে।

বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষায় যা করা উচিত
টাঙ্গাইলে বুরো হাসপাতালের শুভ সূচনা
চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ৩০০ জন দুস্থ রোগীর চক্ষু ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন