ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গাজীপুর সদর উপজেলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা
  • হাসিব খান, গাজীপুর
  • ২০২২-০৭-২৫ ০৭:০০:৫৯
গাজীপুর সদরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনীময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গাজীপুর সদর উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষি, মৎস্যজীবীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মুরাদ আলীর সভাপতিত্বে এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জান্নাতুন শাহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান, এ্যাডভোকেট রীনা পারভীন। অনুষ্ঠানে ৪০ জন মৎস্যজীবী, মৎস্যচাষি ও মৎস্য ব্যবসায়ী উপস্থিত ছিলেন। এ সময় তাদেরকে পোনা মাছ নিধনকারী অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান ও পুকুরের পানি ও মাটি পরীক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র পদর্শন করা হয়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী