ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রাঙ্গামাটিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী, পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • পলাশ চাকমা, রাঙামাটি
  • ২০২২-০৭-২৫ ০৬:১০:০১
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাঙ্গামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ পালিত হয়েছে। এই উপলক্ষে র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) সকাল ১০টায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক হতে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে বেলা ১১টা থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে , পুরষ্কার বিতরণ, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙ্গামাটি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ও মৎস্য বিষয়ক আহবায়ক মোঃ আব্দুর রহিম, জেলার মৎস্য করপোরেশনের ব্যবস্থাপক কমান্ডার মোঃ তৌহিদুল ইসলাম প্রমূখ । প্রধান অতিথি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, এমপি বলেন, কাপ্তাই হৃদকে ড্রেসিং করার জন্য পরিকল্পনা মন্ত্রনালয় থেকে অর্থমন্ত্রনালয়ে পাঠানো হয়েছে আশা করি অর্থমন্ত্রনালয় থেকে বরাদ্ধ পেলে ড্রেসিং এর কাজ শুরু হবে। তিনি আরোও বলেন, মৎস্য অধিদপ্তরের অবহেলার কারনে মাছ চাষে ক্রিক প্রকল্পের সফল হতে পারেনি। সরকারের অনুদানের অপেক্ষা না করে জেলেরা স্বউদ্যোগে বিকল্প কর্মসংস্থানের আহবান জানান। মাছ আহরণ তিন বন্ধ থাকার সময় প্রতি জেলে পরিবারকে ৩০ কেজি চাল দেওয়ার উদ্যোগ নেয়া হবে। স্বাগত বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে। মৎস্য খাতে বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। আমরা নিজেদের চাহিদা মিঠিয়ে বিদেশে মাছ রপ্তানি করি। আলোচনা সভা শেষে জেলা, উপজেলার সফল মৎস্য খামারীদের মাঝে ক্রেষ্ট বিতরন ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী