ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
নরসিংদীর করিমপুর, আলোকবালি শিল্প মন্ত্রীর অনুষ্ঠান দাওয়াত পাননি স্থানীয় জনপ্রতিনিধিরা
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২২-০৭-২৪ ১৩:৪৫:৫২
আলোকবালি ও করিমপুর এসেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। তবে মন্ত্রীর ওই অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি সরকারদলীয় স্থানীয় চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি। একই সঙ্গে দাওয়াত পাননি ডিসি (জেলা প্রশাসক) ও ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা। বৃক্ষরোপণ কর্মসূচি, উপলক্ষে আলোকবালি, করিমপুর নরসিংদী পৌরসভাসহ অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ দাওয়াত পান কিন্তু উক্ত ইউনিয়ন, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য কে দাওয়াত দেওয়া হয়নি, তারা সকলেই আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রতিনিধি। আমন্ত্রণপত্রে বলা হয়েছে, রোববার আলোকবালি, করিমপুর,নজরপুর উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন এমপি। বিশেষ অতিথি নরসিংদী জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া, জিএম তালেব ভারপ্রাপ্ত সভাপতি নরসিংদী জেলা আওয়ামী লীগ, পীরজাদা মোহাম্মদ আলী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নরসিংদী জেলা আওয়ামীলীগ। আলহাজ্ব মোহাম্মদ কামরুজ্জামান সভাপতি নরসিংদী শহর আওয়ামী লীগ, আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু মেয়র নরসিংদী পৌরসভা, সাধারণ সম্পাদক নরসিংদী শহর আওয়ামী লীগ, আব্দুল বারেক আহবায়ক নরসিংদী সদর থানা আওয়ামী লীগ, মোঃ আব্দুল আলী যুগ আহবায়ক নরসিংদী সদর থানা আওয়ামী লীগ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রত্যেক ইউনিয়নের, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সভাপরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকগণ। স্থানীয় সূত্র জানায়, প্রত্যেক ইউনিয়নে বৃক্ষরোপণ ও রাস্তা সম্প্রচারণ উপলক্ষে অনুষ্ঠানে শিল্প মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন এমপি সাহেব থাকবে কিন্তু স্থানীয় সংসদ সদস্য স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে কোন অদৃশ্য কারণে দাওয়াত দেওয়া হয়নি এটা এটা দুঃখজনক। এদিকে আলোকবালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিপু করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান আপেল জানান আমি এ বিষয়ে জানিনা, কোন আমন্ত্রণ পত্র আমাদের দেওয়া হয়নি বা আমাদেরকে কেউ জানাননি। এ বিষয়টি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত আলোকবাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিপু , করিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুর রহমান আপেল, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, মাননীয় সংসদ সদস্য মোঃ নজরুল ইসলাম হিরু। সবাই বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন দলীয় পদে নরসিংদী জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতৃত্বে রয়েছেন সবাই বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বহুবার নির্বাচিত জনপ্রতিনিধি। নরসিংদী সদর আসনের মাননীয় সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান ও দুটি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এরা সকলেই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের জনগণের রায়ে নির্বাচিত জনপ্রতিনিধি। স্থানীয় জনপ্রতিনিধিদের আমন্ত্রণ পত্রে নাম না রাখা দুঃখজনক এরকম কর্মকান্ডে হ্মোব প্রকাশ করেছেন নরসিংদী সদরের জনপ্রতিনিধিদের সমর্থকরা। তৃণমূল আওয়ামী লীগ বলছেন এ কর্মকান্ডে নরসিংদী জেলা আওয়ামী লীগকে বিভাজন করার একটি ইঙ্গিত। এ বিষয়ে নরসিংদী সদর আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রীর মোহাম্মদ নজরুল ইসলাম হিরো বীর প্রতীক এমপির মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান। যারা আওয়ামী লীগের গঠনতন্ত্রে বিশ্বাস করে না আওয়ামী লীগের গঠনতন্ত্রের চর্যা যাদের মধ্যে নাই তারা এমন কাজ করে।
শেখ হাসিনার উদ্যোগে দেশীয় পণ্য বিশ্বব্যাপী সমাদৃত: আমির হোসেন আমু
হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন মনির, জমবে ভোটের মাঠ
সর্বশেষ সংবাদ