ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে দোকান পুরে ছাই, প্রায় ৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
  • সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২২-০৭-২৪ ১২:৪৫:০৯
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬টি দোকান ও মালামাল। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। শনিবার (২৩ জুলাই) রাত ২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ২টার দিকে ছোনগাছা বাজারে জামাল শেখের দোকানে আগুন দেখে পায় স্থানীয়রা। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভের সদস্যদের খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসে সদস্যরা ঘটনাস্থলে পৌছে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে একটি ঔষধ, হোমিওপ্যাথি চেম্বার, চিনি, গুড় ও গো খাদ্যের দোকানসহ ৬টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করেছেন। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আতাউর রহমান জানান, প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত