ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গাজীপুরে এসি বিস্ফোরণে নিহত ২
  • হাসিব খান, গাজীপুর
  • ২০২২-০৭-২৪ ১১:৩৪:১২
গাজীপুরের হোতাপাড়া এলাকার এলিগ্যান্ট গ্রুপের ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেডে এসি বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান নিহত সাগর (২২) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কালিদাসপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। অপর নিহত সোহেল এসি মেরামতকারী প্রতিষ্ঠানের কর্মী। গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এস এম আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, তারা এসি মেরামতের কাজ করছিলেন। এসময় আকষ্মিক এসির কমপ্রেসারের বিস্ফোরণে তাদের দেহের আংশিক ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আর কেউ আহত হননি। নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী