গাজীপুরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- হাসিব খান, গাজীপুর
-
২০২২-০৭-২৪ ১১:৩২:০০
- Print
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। রোববার বিকেল ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাজীপুর কালিয়াকৈর উপজেলার জাঙ্গালিয়াপাড়া এলাকার সামান আলীর ছেলে মাসুদ (২৩) ও একই এলাকার সাত্তারের ছেলে মোঃ রাহুল (২৪)।
জিএমপির কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৫টার দিকে মোটরসাইকেলটি গাজীপুর হতে কোনাবাড়ির দিকে আসছিল। কড্ডা এলাকায় পৌঁছালে একইগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালকসহ আরোহী মারা যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।