ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
লোডশেডিং কে পুজি করে ইলেকট্রনিক্স পণ্যের দাম বৃদ্ধি করায় ভোক্তা অধিদপ্তরের অভিযান
  • ফরিদপুর প্রতিনিধিঃ
  • ২০২২-০৭-২৪ ১১:২৯:৫৯
লোডশেডিং কে পুজি করে ইলেকট্রনিক্স পণ্যের দাম বৃদ্ধি করায় ফরিদপুরের বিভিন্ন মার্কেটে ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। আজ ২৪ জুলাই রবিবার, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক সদর উপজেলার স্বর্ণকুঠির মার্কেট ও বায়তুল মোকাদ্দেম মসজিদ মার্কেটে অবস্থিত ইলেকট্রনিক্স পণ্য চার্জার ফ্যান, চার্জার লাইট এর দোকানসমূহে অভিযান পরিচালনা করা হয়। আসন্ন লোডশেডিং কে সামনে রেখে ইলেকট্রনিক্স পণ্য বিশেষ করে চার্জার ফ্যান, চার্জার লাইট, আইপিএস এর দাম যেন না বাড়ে সেজন্য ব্যবসায়ীদের সচেতনতার পাশাপাশি প্রতিশ্রুত বিদেশি ইলেকট্রনিক্স পণ্য যথাযথভাবে সরবরাহ ও বিক্রয় না করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়। পরে হেলিপোর্ট বাজারে মুদি দোকানসমূহে বোতলজাত সয়াবিন তেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয় তদারকি করা হয়। সয়াবিন তেল ধার্য্যকৃত মূল্যে বিক্রি হতে দেখা যায়। এসময় মোঃ বজলুর রশিদ খান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, সিভিল সার্জন অফিস, জেলা পুলিশের ১টি টিম এবং তিতুমীর বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী