ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বঙ্গতাজ পরিবার নিয়ে মন্তব্য করার দুঃসাহস নেই আমার: আমানত
  • হাসিব খান, গাজীপুর
  • ২০২২-০৭-২৩ ১২:০৩:১৭
স্থানীয় এমপির কারণে কাজ করা যায়না' এমন মন্তব্য বেরোনোর পর কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দাবি করেছেন-এমন বক্তব্য তিনি গণমাধ্যমে কখনও করেননি। শনিবার বিকেলে গাজীপুর জেলা পরিষদ হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আমানত হোসেন এসব কথা বলেন। তিনি বলেন,বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি কাপাসিয়ার উন্নয়নের রূপকার। আওয়ামী লীগকে সুসংগঠিত করার মাধ্যমে সমন্বিতভাবে মাঠে কাজ করেন তিনি। সাংবাদিকদের তিনি আরও বলেন, বঙ্গতাজ শহীদ তাজউদ্দীন আহমদের পরিবার নিয়ে মন্তব্য করার এমন দুঃসাহস তার নেই। রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে সম্পর্কের অবনতি করতেই এমন ষড়যন্ত্র। এ ব্যাপারে তিনি ওই পত্রিকায় প্রতিবাদ পাঠানোসহ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান। উল্লেখ্য, যে গত ১৮ জুলাই ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় পত্রিকায় " আওয়ামী লীগের ভিতরে এমপি লীগ " শিরোনামে একটি সংবাদ ছাপা হয়। যার এক অংশে উপজেলা চেয়ারম্যানের বক্তব্য দেওয়া হয়,আমাকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পথ থেকেও বাদ দিয়েছেন এমপি। আর উপজেলার সব কমিটি তার লোকজন দিয়ে তৈরি করেছেন। আমাকে কোন কাজে করতে দেন না। যেখানে কিছু করতে যায় সেখানে তার লোকজন দিয়ে বাধা দেন। এই পরিস্থিতি কেন্দ্রকে জানালে কেন্দ্রীয় কমিটি থেকে এমপিকে বাদ দেয়া হয়েছে। তারপরও তিনি থামছেন না। ৭৫-এর পর যে নেতারা কাপাসিয়া আওয়ামী লীগকে জীবনের ঝুঁকি নিয়ে ধরে রেখেছিল তাদের অপমান করা হচ্ছে। এই মন্তব্য প্রকাশের পর থেকে স্থানীয় সাংসদ সমর্থকরা আমানত হোসেন খানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করে। এদিকে, সংবাদ সম্মেলন শেষে তিনি কেক কেটে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৯৭তম জন্মবার্ষিকী পালন করেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী