ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুলাউড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময়
  • এ কে এম জাবের, কুলাউড়া
  • ২০২২-০৭-২৩ ১০:১০:১০
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ‘নিরাপদে মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে কুলাউড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে শনিবার (২৩ জুলাই) ৭ দিনব্যাপী মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান খন্দকার ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে সরকারের মৎস্য সপ্তাহের কর্মসূচি কুলাউড়ায় সফল করতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানান। সেইসাথে মৎস্য বিরোধী সকল কার্যক্রমে আইনানুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ এর সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখস, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, কুলাউড়া প্রেসক্লাব সদস্য ও ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল কুদ্দুস, সময়ের আলো জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, প্রিয় কুলাউড়ার সম্পাদক একে এম জাবের, প্রিয় বাংলার সম্পাদক নাজমুল বারী সোহেল ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর সরকার প্রমুখ। মতবিনিময় সভায় ইউএনও মো. মাহবুবুর রহমান খোন্দকার সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, ২৩ জুলাই ব্যানার, ফেস্টুন এবং মাইকিং, ২৪ জুলাই প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষি ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, ২৫ জুলাই র‍্যালী, সফল প্রতিষ্ঠান/উদ্যোক্তা/মৎস্য চাষীদের পুরস্কার প্রদান, জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা, ২৭ জুলাই মৎস্য চাষীদের পরামর্শ প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও ২৯ জুলাই সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ৭ দিনব্যাপী মৎস্য সপ্তাহের অনুষ্ঠান শেষ হবে।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ