ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-০৭-২৩ ০৭:৪৮:৪৫
“নিরাপদ মাছে গরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে শহরের কাউতলীস্থ জেলা মৎস্য কর্মকর্তার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি। এতে জেলা মৎস্য কর্মকর্তা তাজ মহল বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) মোঃ শামীম। জেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৩ জুলাই থেকে ২৯ আগামী জুলাই পর্যন্ত নানা কর্মসূচি পালিত হবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী