ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
ফরিদপুরে বিদেশি পিস্তল-গুলিসহ ইউপি চেয়ারম্যান আটক
  • ফরিদপুর প্রতিনিধিঃ
  • ২০২২-০৭-২২ ১৩:২২:১৪
ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনুকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২২জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জেলা সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের বাবুপাড়া নামক এলাকা থেকে ওই চেয়ারম্যান ও তার সহযোগীকে আটক করা হয়। শহিদুল ইসলাম মজনু (৪৭) ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান। আটককৃত অপর ব্যক্তি সোহেল হোসেন (৩৫) শহিদুল ইসলাম মজনুর সহযোগী। সোহেলের বাড়ি জেলা শহরের বায়তুল আমান এলাকায়। আটকের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু ও তার সহযোগী সোহেল হোসেনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে ১ টি বিদেশী পিস্তল ও ১টি ম্যাগজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ