বান্দরবানের লামায় উন্নয়ন বোর্ডের প্রকল্প উদ্বোধন ও গৃহহীনদের ঘর হস্তান্তর করলেন পার্বত্যমন্ত্রী
- মিঠুন দাশ, বান্দরবান
-
২০২২-০৭-২২ ০৪:৩৬:৩২
- Print
বান্দরবানের লামা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শুক্রবার (২২ জুলাই) সকালে লামা উপজেলা সদরে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ৩৬ ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন মন্ত্রী। পার্বত্য উন্নয়ন বোর্ডের প্রকল্পগুলো হলো- উন্নয়ন বোর্ডের রেস্টহাউজ কাম অফিস ভবন, বিভিন্ন পাড়ায় সড়কের আরসিসি ড্রেনসহ সাড়ে ৫ কোটি ৮লক্ষ টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বলেছেন, দেশ ও দেশের মানুষের সুখ শান্তির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ধারাবাহিক উন্নয়নের কথা তিনি যেমন ভাবেন তেমনি মানুষের মৌলিক অধিকারের কথা বিবেচনা করে অসহায় মানুষকে মাথা গোজার ঠাই করে দিয়েছেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত, লামা পৌর মেয়র জহিরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।