ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
কুমিল্লা বরুড়ায় প্রধানমন্ত্রীর দেওয়া ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান উপলক্ষে প্রশাসনের প্রেস ব্রিফিং
  • বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • ২০২২-০৭-২০ ০৯:৩২:৪২
কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় । আজ ২১/০৭/২০২২ইং দেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৩য় পর্যায়ে (২য় ধাপ) জমি সহ গৃহ প্রদান কার্যক্রম, সারা দেশের ন্যায় বরুড়া উদ্বোধন উপলক্ষে বরুড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন সদ্য পদোন্নতি প্রাপ্ত বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান রাশেদ, আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোতালেব হোসেন, এসময় উপস্থিত ছিলেন সকল সাংবাদিকগন, সাংবাদিকদের উদ্দেশ্যে অনুষ্ঠানের সভাপতি জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া মুজিব বর্ষ উপলক্ষে দেশের গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ৩য় পর্যায়ের ২য় ধাপে বরুড়া উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ৭৭ টি গৃহ হস্তান্তর করা হবে বলে জানান। রাশেদুজ্জামান রাশেদ আরও বলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা এর সার্বিক সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সততা ও নিষ্ঠার সাথে যাচাই বাছাই করে খাস জমি উদ্ধারে দায়িত্ব পালন করবেন।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ