ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২২-০৭-২০ ০৭:৫৮:৫৩
পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু। আজ ২০ জুলাই বুধবার সকাল ৯টায় জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ আয়োজনে স্থানীয় সার্কিট হাউজ প্রঙ্গন হতে র্্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন স্বাধীনতা চত্বরে মেলা স্থানে র্্যালী শেষ করে। সেখানে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৯ এর সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন। পরে এ উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন। স্বাগত বক্তব্য রাখেন উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(অপীাধ-প্রশাসন) আহম্মেদ মাইনুল হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স। সভায় বক্তারা সবাইকে ফলজ, বনজ, ঔষধী, ভেষজ ও সৌন্দর্যবর্ধনের বৃক্ষরোপন করার আহবান জানান। মেলায় পটুয়াখালীসহ বিভিন্ন এলাকার ৩০ টি নার্সারি স্টলে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রির জন্য প্রদর্শন করা হয়।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ