ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের তিনদিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ে কর্মশালা সমাপ্ত
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-০৭-১৯ ১১:১০:১৪
ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে সাংবাদিকদের জন্য তিনদিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে তিনদিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। এতে পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক শেখ মজলিশ ফুয়াদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এশিয়ান টিভির বার্তা প্রধান মানস ঘোষ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। অনুভ‚তি ব্যক্ত করেন সাংবাদিক মানস ঘোষের সহধর্মীনি সুমনা ঘোষ ও কবি জয়দুল হোসেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অনুসন্ধানমূলক রিপোর্টে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সীমাবদ্ধতা ও করনীয়, অনুসন্ধানী সাংবাদিকতাঃ বিদ্যমান আইন সমূহ, নীতি ও নৈতিকতা, অনুসন্ধানী প্রতিবেদনঃ বাংলাদেশ প্রেক্ষাপট বিষয়ে বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের বার্তা প্রধান মানস ঘোষ। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি আল-মামুন সরকার কর্মশালায় অংশ নেয়া ৩৫জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেন।
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি টিটু ও সম্পাদক রিপন
পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
দিনাজপুরে টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ