ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বিদ্যুৎ স্পৃষ্টে খানসামায় এক ভ্যান চালকের মৃত্যু, এলাকায় শোকের মাতম
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২২-০৭-১৬ ১২:৩০:৩৫
দিনাজপুর খানসামায় চার্জার ভ্যানে লাইন দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে আব্দুর রহমান (২৬) এক ভ্যান চালক মারা গেছে। মৃত ভ্যান চালক আঃ রহমান ওরফে বড় বাউ (২৬) উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের ডাঙাপাড়ার খলিল (লেপুয়া) এর ছেলে এবং দুই সন্তানের জনক। আজ শনিবার (১৬জুলাই) বিকেল পাঁচটার দিকে তাঁর নিজ বাসায়। পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, শনিবার দুপুরে ট্রাকের ধাক্কায় নিহত জাকির হোসেনের জানাজার মাইকিং করে বিকেলে বাসায় ফিরে যায় ভ্যান চালক আঃ রহমান। পরে তাঁর নিজ বাসায় ভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টের এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলেই মারা যায় এই ভ্যানচালক। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল ইসলাম বলেন, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী