ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
ইতালিতে পাঠানোর নামে দালালচক্র হাতিয়ে নিচ্ছে কোটি টাকা
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২২-০৭-১৫ ১০:১৪:২২
ছবিতে: দালাল চক্রের সদস্যরা

স্বপ্নের দেশ ইতালি পাড়ি জমাতে গিয়ে বাংলাদেশী দালালচক্রের প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হচ্ছেন শত শত পরিবার। সম্প্রতি মাদারীপুর কালকিনির সরকার পরিবারের ৪ ভাইয়ের প্রতারণার শিকার হয়ে ৩টি দেশে মানবেতর জীবন যাপন করছেন এ কে আজাদ খানসহ ৪১ জন যুবক।  ইতালি পাঠানোর প্রলোভন দিয়ে তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে কয়েক কোটি টাকা। এই চার ভাই হচ্ছেন আল-আমিন সরকার, মুনির সরকার, রুবেল সরকার ও হান্নান সরকার এদের মধ্যে আল-আমিন সরকার থাকেন বাংলাদেশে।

 

হান্নান সরকার ও রুবেল সরকার থাকেন স্পেনে। আর মুনির সরকার থাকেন মরক্কতে। রুবেল সরকার বর্তমানে ছুটিতে বাংলাদেশে রয়েছেন। প্রতারিতদের আত্মীয় স্বজনদের সূত্রে জানা গেছে সরকার গং প্রত্যেকের কাছ থেকে ইতালি পাঠানোর কথা বলে ১২/১৩ লাখ টাকা করে নিয়েছেন। কিন্তু তাদের ইতালি না পাঠিয়ে মরক্ক, আলজেরিয়া ও লিবিয়ায় আটকে রাখা হয়েছে। তাদের কাছ থেকে এখন অতিরিক্ত টাকা দাবী করা হচ্ছে। মরক্কতে আটক রয়েছেন ২৪ জন তাদের একটি ৭ তলা বাড়ীর ছাদে আটকে রাখা হয়েছে। অনাহার/অর্ধাহারে দিন কাটছে তাদের। অতিরিক্ত টাকা দিলেই তাদের ইতালিতে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রতারক চক্র। প্রতারিতরা বাংলাদেশের তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে অতিরিক্ত টাকা দাবীর কথা জানিয়েছেন। তাদের উপর শারীরিক নির্যাতন করা হচ্ছে বলেও তারা জানিয়েছেন। নিয়মিত খাবার দাবারত দেওয়া হচ্ছেই না গোসল এবং টয়লেট ব্যবহারেরও সুযোগ দেওয়া হয় না, এমনকি তাদের মোবাইল ফোন ব্যহারেরও অনুমতি নেই।


যেভাবে আটক রাখা হয়েছেঃ- বাংলাদেশে ইতালি পাঠানোর লোক সংগ্রহের কাজ করেন আল-আমিন সরকার। প্রতারিতোদের আত্মীয় স্বজনদের সূএে জানা গেছে সরদার গং প্রত্যেকের কাছ থিকে স্পাইন পাঠানোর কথা বলে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা নিয়াছেন। দালাল টাকা নিয়ে তাদের যে রুটে পাঠানোর কথা,  সে ভাবে না পাঠিয়ে বিভিন্ন রুটে মরক্কো ও আল--জেরিয়া এবং লিবিয়ায় নিয়ে গিয়ে আটক করা  হয়েছে।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ