ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
জিএমপির নবাগত কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
  • হাসিব খান, গাজীপুর
  • ২০২২-০৭-১৪ ০৭:৫০:৪৮
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার মোল্যা নজরুলের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৪ জুলাই) দুপুরে জিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে নতুন কমিশনার বলেন, গাজীপুর মহানগরকে মাদক,চাঁদাবাজ এবং সন্ত্রাসমুক্ত করতে তিনি নিরলস কাজ করে যাবেন। এর জন্য তিনি সাংবাদিকের সহযোগীতা কামনা করেন। বিশেষ করে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগীতা করার আহব্বান জানান তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত কমিশনার মো : বরকতুল্লাহ খান , উপ - পুলিশ কমিশনার তানভীর মমতাজ , উপ - পুলিশ কমিশনার ফারজানা ইসলাম , উপ - পুলিশ কমিশনার জাকির হাসান , উপ - পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন,সদর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রিপন চন্দ্র সরকারসহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাব সভাপতি মাজহারুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক শাহ্ শামসুল হক রিপন, সাবেক সভাপতি মুজিবুর রহমান, মুকুল কুমার মল্লিক, সাংবাদিক আবুল হাসান,ইজাজ আহমেদ মিলন প্রমুখ। এর আগে নতুন কমিশনার মোল্যা নজরুল বুধবার জিএমপিতে যোগদান করলে বিদায়ী কমিশনার খন্দকার লুৎফুল কবির ফুল দিয়ে শুভেচ্ছা জানান।যোগদানের পর তিনি সহকর্মীদের সাথে মতবিনিময় করেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী