ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
বরুড়ার ভবানীপুরে ২কোটি ৮৭ লক্ষ টাকার সড়কের উদ্ভোদন
  • বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • ২০২২-০৭-১৩ ০৭:০২:০০
বরুড়ার ভবানীপুরে নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে দুই কোটি সাতাশি লক্ষ টাকার সড়কের উদ্ভোদন করা হয়েছে । কুমিল্লা এল জি ই ডি'র বাস্তবায়নে ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমানের ঠিকাদারি প্রতিষ্ঠান কতৃক সম্পাদিত ইউনিয়নের উত্তর দিঘলী -ঝিকুটিয়া ও খলিল হাউজ লিংক রোডটি বার'ই জুলাই মঙ্গলবার দুপুর দুইটায় উদ্ভোদন করেন কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল (এমপি)। এদিন উদ্ভোদনী অনুষ্ঠানে উপস্থিত বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন লিংকন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ বকতার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সোলেমান মজুমদার, ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দূর্যোগ সম্পাদক এবং ভবানীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, পৌর কাউন্সিলর মোঃ শাহজাহান, ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্মআহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ রুস্তম আলী, মোঃ মোতালেব হোসেন, কুমিল্লা দঃ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোঃ জামাল হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি লিপন খন্দকার, সাবেক সভাপতি মোঃ সাদ্দাম হোসেন সহ আওয়ামী লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ ও ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ। এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা বলেন এই সংযোগ সড়কটি চালু হওয়ায় এগারগ্রাম সহ আসপাশের অন্তত সাত আট গ্রামের মানুষ সরাসরি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিরবচ্ছিন্ন সেবাগ্রহন করতে পারবে।
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ যুবক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে পিক-আপ ভ্যানের ধাক্কায়  চার্জার ভ্যানের এক যাত্রি নিহত: আহত ৩
সিরাজগঞ্জ ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা
সর্বশেষ সংবাদ